News71.com
 International
 11 Jun 17, 11:05 AM
 251           
 0
 11 Jun 17, 11:05 AM

এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত রাশিয়া, নিহত ৪।।

এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত রাশিয়া, নিহত ৪।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাজধানীর কাছেই এক বন্দুকধারী তাণ্ডব চালিয়েছে। এলোপাথাড়ি গুলি চালিয়ে অন্তত ৪ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। মস্কো শহরের লাগোয়া কারোতোভো গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।

সুত্র এই খবর নিশ্চিত করেছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে,আটক ওই ব্যক্তির স্থানীয় নাম ইগোর। গতকাল শনিবার আচমকাই রাইফেল বের করে গুলি করতে শুরু করে ওই ব্যক্তি। এমনকি সে গ্রেনেড হামলা করে বলেও জানা গেছে। এরপরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। আর অপর ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একটি বাড়ির ভিতর থেকে গুলি চালিয়ে পথচলতি কয়েকজনকে জখম আহত করে সে। এই ঘটনার পরই বাড়িটিকে ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনাস্থলে নামানো হয় রাশিয়ান ন্যাশানাল গার্ড পুলিশ বাহিনী। বাড়ি ঘিরে থাকা রাশিয়া ন্যাশনাল গার্ডের দিকে লক্ষ্য কের দুটি গ্রেনেড ছুঁড়েছে হামলাকারী। ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন