News71.com
 International
 10 Jun 17, 10:55 PM
 217           
 0
 10 Jun 17, 10:55 PM

চীনে গত দুইদিনের প্রবল বৃষ্টিতে দুইজনের প্রাণহানি।।

চীনে গত দুইদিনের প্রবল বৃষ্টিতে দুইজনের প্রাণহানি।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীনের চংকিং পৌর এলাকায় গত দুইদিনের প্রবল বৃষ্টিতে দুইজনের প্রাণহানি ও ১ জন নিখোঁজ হয়েছেন। চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে সুত্র আজ শনিবার এ খবর দিয়েছে। চংকিং জেলার বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ত্রাণ দপ্তরের প্রধান কার্যালয় থেকে বলা হয়েছে,প্রবল বর্ষণের কারণে গত বৃহস্পতি ও শুক্রবার হিচুয়ান,বিইবেই,ইয়োবি ও টংলিংক জেলায় কমপক্ষে ১ লাখ ৮ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৩শ লোককে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া কমপক্ষে ১শ বাড়িঘর ধ্বংস ও ৫ হাজার ২ শ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন