News71.com
 International
 10 Jun 17, 10:41 PM
 208           
 0
 10 Jun 17, 10:41 PM

রাজ্যে শান্তি ফেরাতে অনশনে বসলেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।।

রাজ্যে শান্তি ফেরাতে অনশনে বসলেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েকদিন আগেই কৃষক বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌর। বিক্ষোভ থামাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত ছয় কৃষক। ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজ্য-রাজনীতি উত্তাল হয়ে ওঠে। বিরোধীদের নিশানা হয়ে ওঠেন বিজেপি শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকি মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফারও দাবি তোলে কংগ্রেস সহ বিরোধীরা। এবার সেই কৃষক আন্দোলনকে ধামা চাপা দিতে নতুন কৌশল অবলম্বন করলেন শিবরাজ। রাজ্যে শান্তি ফেরাতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন তিনি। শনিবার সকাল থেকেই রাজ্যটির রাজধানী ভোপালের দশেরা ময়দানে কয়েকজন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে অনশনে বসেন শিবরাজ সিং চৌহান। অনশনে বসেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন শান্তি না ফেরা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। সেই সঙ্গে এও জানিয়ে দেন মানুষ চাইলে সেখানে এসে তাঁর সঙ্গে আলোচনা করতে পারেন।

মুখ্যমন্ত্রী জানান ‘আমি আমার সচিবালয়ে বসবো না। এখান থেকেই আমি সব কাজ করবো। কৃষকদের উদ্যেশ্যে শিবরাজ বলেন ‘আপনাদের শ্রম কোন মতেই বিফলে যাবে না। আমি জানি এবার রাজ্যে প্রচুর ফলন হয়েছে কিন্তু সেই তুলনায় দাম পাওয়া যায় নি। আমি আপনাদের (কৃষক) সমস্যা বুঝতে পারছি।
ফসলের ন্যায্যমূল্য ও ঋণ মওকুফের দাবিতে বিজেপি শাসিত এই রাজ্যটির একাধিক জায়গায় গত সপ্তাহেই কৃষক বিক্ষোভ শুরু হয়। এরপর গত মঙ্গলবার তা চরম আকার ধারণ করে। রাস্তা অবরোধ থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্ট করা, গাড়িতে অগ্নিসংযোগ ঘটায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন সরকারি কর্মকর্তারা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েই পুলিশের গুলিতে নিহত হয় ৫ কৃষক। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের। অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে এবার অনশনের কৌশল নিলেন মুখ্যমন্ত্রী। যদিও বিরোধীরা এটাকে ‘নাটক ও ভন্ডামি’ বলে উল্লেখ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন