News71.com
 International
 10 Jun 17, 10:17 PM
 200           
 0
 10 Jun 17, 10:17 PM

ভারতে থানার মধ্যেই তরুণী কনস্টেবলের আত্মহত্যা।।  

ভারতে থানার মধ্যেই তরুণী কনস্টেবলের আত্মহত্যা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ থানার মধ্যেই ২৩ বছরের এক তরুণী কনস্টেবল আত্মহত্যা করলেন। পুলিশ সূত্রে জানা গেছে,তাঁরই সহকর্মীর হেনস্থার কারণেই তিনি এই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন। আত্মঘাতী তরুণী কনস্টেবলের বাবার অভিযোগের ভিত্তিতে ওই সহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। লুধিয়ানা গ্রামীণ পুলিশের অন্তর্গত নিধান পুলিশ থানায় কনস্টেবলের পদে ছিলেন আমনপ্রীত কওর। গতকাল শুক্রবার রাতে পুলিশ থানার একটি ঘর থেকে তাঁর ফ্যান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আমনপ্রীতের বাবা মেয়ের সহকর্মী নির্ভয় সিংয়ের বিরুদ্ধে তাঁর মেয়েকে হেনস্থার অভিযোগ আনে।

পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সুরজিৎ সিং জানান,নিধান পুলিশ থানায় ‌মুন্সির‌ কাজ করেন নির্ভয় সিং। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (‌আত্মহত্যায় প্ররোচনা)‌ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে। আমনপ্রীতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন