
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। ওই বিবৃতিতে বলা হয়,আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফারইয়াব,বাদাখশান,কুন্দুজ ও হেলমান্দ প্রদেশে অভিযানগুলো পরিচালনা করে। এই ঘটনায় নয় জঙ্গি আহত এবং আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে বলে জানানো হয়েছে।