News71.com
 International
 10 Jun 17, 08:07 PM
 243           
 0
 10 Jun 17, 08:07 PM

এবার সৌদিতে হামলার হুমকি দিয়ে আইএসের ভিডিও প্রকাশ।।  

এবার সৌদিতে হামলার হুমকি দিয়ে আইএসের ভিডিও প্রকাশ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বাগদাদে হামলার রেশ কাটতে না কাটতেই এবার সৌদি আরবে হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করল জঙ্গি গোষ্ঠী আইএস। ভিডিওতে দেখা গেছে,পাঁচজন কালো মুখোশ পড়া জঙ্গিকে। ইরান ও সৌদি আরবে বসবাসকারী শিয়া নাগরিকদের উপরে হামলা চালানোর হুমকী দিচ্ছেন তারা।

এর আগে,গতকাল শুক্রবার সকালে বাগদাদে ব্যস্ত মার্কেটে এই বিস্ফোরণ হয়। আত্মঘাতী হামলায় নিজেকে উড়িয়ে দেয় জঙ্গি। শিয়া শহর কারবালার ঠিক পূর্ব দিকে মুসায়াব বাজারে এই আত্মঘাতী হামলা হয়। ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে ও ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।এছাড়া,গত মাসেই বাগদাদের আইসক্রিম পার্লারে জঙ্গি হামলায় ২৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। ওই ঘটনাতেই দায় শিকার করেছিল আইএস। উল্লেখ্য,এই জঙ্গি সংগঠন আগেই হুমকি দিয়েছিল যে তারা রমজান মাসে হামলার সংখ্যা বাড়াবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন