News71.com
 International
 10 Jun 17, 07:24 PM
 239           
 0
 10 Jun 17, 07:24 PM

ম্যানচেস্টার বিমানবন্দরে বোমা আতঙ্ক, দু’নম্বর টার্মিনাল খালি।।  

ম্যানচেস্টার বিমানবন্দরে বোমা আতঙ্ক, দু’নম্বর টার্মিনাল খালি।।   


আন্তর্জাতিক ডেস্কঃ বোমা আতঙ্কের জেরে খালি করা হল ম্যাঞ্চেস্টার বিমানবন্দরের দু’নম্বর টার্মিনাল। জানা গেছে,আজ শনিবার অনেকক্ষণ ধরেই টার্মিনালে একটি অজ্ঞাত পরিচয়ের ব্যাগকে পড়ে থাকতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই মুহূর্তে টার্মিনালে থাকা কয়েকশো যাত্রীর মধ্যে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীরা। একে একে সমস্ত যাত্রীকে বিমানবন্দরের বাইরে বের করে আনা হয়। ঘটনা স্থলে পৌঁছে যায় বোম্ব স্কোয়াডের সদস্যরা।

কিছুদিন আগেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল ম্যানচেস্টারের এরিনা। সেখানে একটি কনসার্ট চলাকালীন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। উপস্থিত ছিল প্রায় ১৬ হাজার শ্রোতা। ঘটনাস্থলে পৌঁছে যায় দশটা পুলিশের গাড়ি,ছটি অ্যাম্বুলেন্স ও দুটি রায়ট ভ্যান। ঘটনার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস। পুলিশের পক্ষ থেকে জানানো হয়,এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২২ জন প্রাণ হারিয়েছে,আহতের সংখ্যা প্রায় ৫০-এরও বেশি। ঘটনাস্থলে হামলাকারীরও মৃত্যুর খবর পাওয়া যায়।

এক প্রত্যক্ষদর্শী জানান,কনসার্টে শেষ গানটা হওয়ার পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কিত শ্রোতারা দিগভ্রান্ত হয়ে দৌড়াতে থাকেন। পদপিষ্ট হয়ে অনেকের জখম হওয়ার আশঙ্কার করা হচ্ছে৷ মুহূর্তের মধ্যে কনসার্ট স্থল মৃত্যুপুরীর রূপ নেয়৷ ভেসে আসতে থাকে কান্না ও চিৎকারের আওয়াজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন