News71.com
 International
 10 Jun 17, 02:31 PM
 191           
 0
 10 Jun 17, 02:31 PM

এ বছর কুয়েতে অভিবাসী নির্বাসনে বাংলাদেশি ৭৮০ জন, শীর্ষস্থানে ভারত।।  

এ বছর কুয়েতে অভিবাসী নির্বাসনে বাংলাদেশি ৭৮০ জন, শীর্ষস্থানে ভারত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ এ বছর কুয়েত থেকে তের হাজার বিভিন্ন দেশের অভিবাসীকে নির্বাসিত করা হয়েছে। স্থানীয় নির্বাসন প্রশাসন সূত্রের বরাত দিয়ে গতকাল খবরটি প্রকাশ করা হয়েছে। আকামা (অনুমতিপত্র) বিহীন,শ্রম আইন লঙ্ঘন,গুরুতর ট্র্যাফিক লঙ্ঘন,বিভিন্ন অপকর্ম ও অপরাধ সংঘটিত করেছিল তারাই অন্তর্ভুক্ত ছিলো এই তালিকায়। বিভিন্ন অপরাধে দেশে ফেরত পাঠানোর তালিকায় ভারত শীর্ষস্থানে (২৩%) ২৯৯০ জন,মিশর দ্বিতীয় স্থানে (২০%) ২৬০০ জন,ফিলিপাইনের তৃতীয় স্থানে (১৭%) ২২১০ জন,ইথিওপিয়ান চতুর্থ (15%)১৯৫০ জন,শ্রীলঙ্কা পঞ্চম (৭%) ৯১০,বাংলাদেশ (৬%) ৭৮০ জন সহ অন্যান্য দেশের ১২ শতাংশে ১৫৬০ জন।

বর্তমানে কুয়েতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ব্যবতিত প্রবাসী বাংলাদেশিদের অপরাধ নেই বললে চলে। এর কারন হিসেবে সুধী প্রবাসীরা মনে করেন দূতাবাস ও কমিউনিটির নেতৃবৃন্দের আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা একটি বড় ভুমিকা রাখছে বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন