News71.com
 International
 10 Jun 17, 12:18 PM
 281           
 0
 10 Jun 17, 12:18 PM

কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসে ব্যবহৃত অর্থের উৎস কোথায় ? গিলানির জামাইকে জেরা এনআইএ-র

কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসে ব্যবহৃত অর্থের উৎস কোথায় ? গিলানির জামাইকে জেরা এনআইএ-র

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে সন্ত্রাসবাদী নাশকতা, তাতে টাকাপয়সা দিচ্ছে কারা, সে ব্যাপারে শুক্রবার রাজধানীতে এনআইএ-র সদর দফতরে ডাকিয়ে এনে দীর্ঘক্ষণ জেরা করা হল সৈয়দ আলি শাহ গিলানির জামাই আলতাফ আহমেদ শাহ-কে, যিনি আলতাফ ফান্টুস নামেই বেশি পরিচিত। সরকারি সূত্রের খবর, গিলানির তেহরিক-ই-হুরিয়ত কোথা থেকে টাকা পাচ্ছে, সে ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ অফিসাররা।

আগেই আলতাফের শ্রীনগরের বাড়িতে তল্লাসি চালিয়েছে এনআইএ। পাশাপাশি তল্লাসি হয়েছে মধ্যপন্থী হুরিয়তের প্রধান মিরওয়াইজ ওমর ফারুকের ঘনিষ্ঠ সহযোগী শাহিদুল ইসলাম, ব্যবসায়ী জহুর ওয়াতালির বাড়িতেও। আলতাফের বাড়ি থেকে কিছু নথিপত্র উদ্ধার হয়। তাঁকে ডাকার আগে সেগুলি খতিয়ে দেখেন অফিসাররা। বক্তব্য রেকর্ড করার আগে কিছুদিন তাঁর জেরা চলবে বলে জানা গিয়েছে। গিলানির জামাই তো বটেই, তেহরিকের নীতি, কৌশল নির্ধারণেও আলতাফের বড় ভূমিকা থাকে বলে মনে করা হচ্ছে।

শনি ও রবিবার কাশ্মীর উপত্যকা, জম্মুতে বিচ্ছিন্নতাবাদী ও ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় এনআইএ। দিল্লি, হরিয়ানা, হরিয়ানার সোনেপত, গুরগাঁওয়ের নানা জায়গাতেও তল্লাশি চলে। নিশানায় ছিলেন আয়াজ আকবর, পীর সৈফুল্লাহ, নঈম খান, ফারুক আহমেদ দার ওরফে বিট্টা কারাটও। বাইরের অর্থ নিয়ে উপত্যকায় অশান্তি ছড়ানোয় অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসাবেই তল্লাশি হয়। নগদ ২ কোটি টাকা, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিন সহ নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলির লেটারহেড, প্রচুর অ্যাকাউন্ট বই উদ্ধার হয় তল্লাসিতে। বাজেয়াপ্ত করা হয় তদন্তে হদিশ পাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লকার।

কাশ্মীরে নিরাপত্তাবাহিনীকে পাথর ছোঁড়া, স্কুল জ্বালিয়ে দেওয়া, সরকারি ভবনে হামলা সহ সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ দেওয়ার চক্রে লোকজনকে শনাক্ত করাও উদ্দেশ্য এনআইএ তদন্তের। এনআইএ-র এফআইআরে হুরিয়তের দুই গোষ্ঠী, হিজবুল মুজাহিদিন, দুখতারন-ই-মিল্লাতের মতো সংগঠনের পাশাপাশি নাম রয়েছে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা নিষিদ্ধ লস্করের সামনের সারির সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সঈদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন