News71.com
 International
 10 Jun 17, 12:13 PM
 263           
 0
 10 Jun 17, 12:13 PM

কাতারের ওপর জারি করা অবরোধ শিথিলের অনুরোধ জানালো আমেরিকার।।  

কাতারের ওপর জারি করা অবরোধ শিথিলের অনুরোধ জানালো আমেরিকার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের ওপর জারি করা অবরোধ শিথিল করার পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সংযুক্ত আরব আমিরাত, মিশর,বাহরাইন,সৌদি আরব গত সোমবার কাতারের সঙ্গে ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। টিলারসন বলেছেন,মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে এ অবরোধ শিথিল করা উচিত। এদিকে,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,সন্ত্রাসীদের অর্থ দেয়া বন্ধ করতে হবে কাতারকে। মানুষ হত্যা করতে মানুষকে শিখানো বন্ধ করতে হবে।

যে কাতারের বিরুদ্ধে এত অভিযোগ,তারা কিন্তু এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,অবরোধ দিয়ে কোনো সমস্যার সমাধান করা যাবে না। সবকিছুর কূটনৈতিক সমাধান চায় তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন