News71.com
 International
 10 Jun 17, 11:00 AM
 249           
 0
 10 Jun 17, 11:00 AM

ইরানের পার্লামেন্ট ভবন ও মাজারের ভয়াবহ হামলার ঘটনায় ৪১ জন গ্রেফতার।।  

ইরানের পার্লামেন্ট ভবন ও মাজারের ভয়াবহ হামলার ঘটনায় ৪১ জন গ্রেফতার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে ভয়াবহ হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে জব্দ করা হয়েছে প্রচুর নথিপত্র ও অস্ত্রও। এ ব্যাপারে ইরানের রাষ্ট্রীয় টিভি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সুত্র জানিয়েছে,নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজনদের পরিবারের সহায়তায় আইএসের হামলায় জড়িত ৪১ জনকে বিভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য,গত বুধবার ইরানের এই সিরিজ হামলায় এক নিরাপত্তাকর্মীসহ ১৭ জন নিহত হন। এছাড়া এই সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে। এ ব্যাপারে সুত্র জানায়,পার্লামেন্ট ভবনে ৩ বন্দুকধারী প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। এসময় এক নিরাপত্তারক্ষীসহ ৬ সংসদ সদস্য গুলিবিদ্ধ হন।

অন্যদিকে,পার্লামেন্ট ভবনে যখন গুলিবর্ষণ চলছিল,ঠিক তখনই আক্রান্ত হয় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্‌ খোমেনীর মাজার। পুলিশ জানায়,মাজারে এক নারী প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। ইরানের এই সিরিজ হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস। সংগঠনটি তাদের সংবাদমাধ্যম আমাক’এ ইরানের হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন