News71.com
 International
 09 Jun 17, 11:19 PM
 308           
 0
 09 Jun 17, 11:19 PM

বালোচিস্তানে পাকিস্তানি সেনাদের অভিযানে ১২ আইএস জঙ্গি নিহত।।  

বালোচিস্তানে পাকিস্তানি সেনাদের অভিযানে ১২ আইএস জঙ্গি নিহত।।   


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের মাটিতে একের পর এক ঘাঁটি তৈরি করছে ইসলামিক স্টেট জঙ্গিরা। বালোচিস্তানের দুর্গম এলাকাকে মূলত ঘাঁটি তৈরি করতে বেছে নিয়েছে আইএস জঙ্গিরা। জানা গেছে,স্থানীয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-জঙ্গিভি অল-আলমি’র সঙ্গে একজোট বেঁধে সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়ানোর পরিকল্পনাও গড়ে তুলেছিল তারা। যা কিনা শুধু পাকিস্তান নয়,ভারত এবং আফগানিস্তানের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়ে ছিল। কারণ সীমান্ত পেরিয়ে মাঝে মধ্যেই আফগানিস্তানে হামলা চালাচ্ছিল আইএস জঙ্গিরা।

এরই পরিপ্রেক্ষিতে গত তিনদিন লাগাতার আইএস ঘাঁটি ভাঙতে অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। তিনদিনের লাগাতার অভিযান শেষে আইএসের সমস্ত ঘাঁটি পাকিস্তান সেনাবাহিনী গুঁড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয় দুই আত্মঘাতী সদস্যসহ ১২জন জঙ্গিকে হত্যাও করা হয়েছে বলে জানিয়েছে তারা।

পাকিস্তানি সেনা সূত্রে খবর,বালুচিস্তানের মাসতুং এলাকার ইসপ্লিংগি পর্বত সংলগ্ন প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে আইএস তাদের প্রভাব-প্রতিপত্তি বাড়াচ্ছিল। গত ১ জুন খুব ভোর থেকে অভিযান শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। এই অভিযান চলে তিনদিন। ওই এলাকায় ২৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বহুমুখী গুহাও দখলে নিয়ে ফেলেছিল আইএস জঙ্গিরা। ওই গুহার ভিতর ঢুকেও অভিযান চালানো হয়। ১২জন জন জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে দু’জন ছিল আত্মঘাতী জঙ্গি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন