
আন্তর্জাতিক ডেস্কঃ আগের চেয়ে ভারতের সীমান্ত এখন অনেক বেশি নিরাপদ বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রের মোদি সরকার তিন বছর পূর্তি উপলক্ষ্যে আজ শুক্রবার রাজস্থানের জয়পুরে ‘মোদি ফেস্ট’ নামাঙ্কিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাজনাথ। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,ভারতের সীমান্ত আগের থেকে এখন অনেক বেশি সুরক্ষিত। সরকার ঠিক করেছে আগামীদিনে সীমান্তকে আরও সুরক্ষিত করা হবে যাতে বাইরের কোন রাষ্ট্রের নাগরিক ভারত সরকারের অনুমতি ছাড়া এদেশে প্রবেশ করতে না পারে।
প্রয়োজন হলে জঙ্গি দমনে ফের সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা ঘটবে বলেও হুঁশিয়ারি দেন রাজনাথ সিং। তিনি বলেন ‘জঙ্গিরা পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে এবং আমাদের সেনাদের ওপর হামলা চালিয়ে তাদের প্রাণ নিচ্ছে। এলওসি পেরিয়ে ভারতীয় সেনারা পাকিস্তানে গিয়ে সফল সার্জিক্যাল স্ট্রাইকের পরই আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে বৈঠকে বসেন।
যদিও পাকিস্তান সীমান্তে ভারতের পক্ষ থেকে আগে গুলি চালানো হবে না বলেও ফের পরিস্কার করে দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,বিএসএফ’এর ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিএসএফ’এর পক্ষ থেকে যেন আগে গুলি চালানো না হয়,যদি পাকিস্তানের পক্ষ থেকে ভারতের দিকে গুলি চালানো হয় তবেই বিএসএফ যেন পাল্টা জবাব দেয়।