News71.com
 International
 09 Jun 17, 11:12 PM
 267           
 0
 09 Jun 17, 11:12 PM

জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশের সময় ভারতীয় সেনা সদস্যদের গুলিতে পাঁচ পাক জঙ্গি নিহত।।

জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশের সময় ভারতীয় সেনা সদস্যদের গুলিতে পাঁচ পাক জঙ্গি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু এবং কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে অনুপ্রবেশের সময় ভারতীয় সেনা সদস্যদের গুলিতে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। আজ শুক্রবার সুত্র এ কথা জানিয়েছে। স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া সাংবাদিকদের জানান,আজ শুক্রবার দুপুরে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা সেনারা দেখতে পান,ওপার থেকে কিছু জঙ্গি এদিকে ঢোকার চেষ্টা করছে। জঙ্গিদের লক্ষ্য করে সেনারা গুলি চালায়। এতে জঙ্গিরাও গুলি ছুড়তে থাকে। তবে অনুপ্রবেশের চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। সেনাবাহিনীর গুলিতে সেখানেই পাঁচ জঙ্গির নিহত হয়। যে জঙ্গিরা উরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করছিল,তাদের সবার কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে উরি সেক্টর দিয়ে জঙ্গিরা বারবার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে খবর প্রকাশ হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন