News71.com
 International
 09 Jun 17, 06:46 PM
 240           
 0
 09 Jun 17, 06:46 PM

আইএসআই এর মদদে ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারত।।  

আইএসআই এর মদদে ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর মদদে জঙ্গিরা ভারতের জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে বড় সড় হামলা চালাতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। হামলা চালাতে ইতিমধ্যে চার জঙ্গি পাঞ্জাব-পাকিস্তান সীমান্তের বামটাল সেক্টর দিয়ে ভারতে প্রবেশ করেছে বলেও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।

গোয়েন্দা সূত্রে খবর,আগামী ১৫ দিনের মধ্যেই জম্মুর কাছে কাঠুয়াতে এবং পাঞ্জাবের পাঠানকোট ও গুরদাসপুরে এই হামলা চালাতে পারে জঙ্গিরা। পাঞ্জাবে জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে। তারা এখন আইএসআইয়ের থেকে অস্ত্র ও গোলাবারুদ পাওয়ার অপেক্ষায় বসে রয়েছে। তাদের কাছে সেইসব অস্ত্রশস্ত্র পৌঁছে দেওয়ার জন্য একজন মাদক পাচারকারীকেও ব্যবহার করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যেই ওই অস্ত্র জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়া হবে। জঙ্গি হামলা ঠেকাতে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও নিরাপত্তা এজেন্সিগুলিকে প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নেওয়ার কথাও বলে দেওয়া হয়েছে।

গত বছরের জানুয়ারি মাসেই এই পাঠানকোটেই ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর অভিযোগ ওঠে জয়ৈশ-ই-মহম্মদের বিরুদ্ধে। বিমানঘাঁটিতে হামলা চালায় এই সংগঠনের চার জঙ্গি। প্রায় তিন দিন ধরে সেনা-জঙ্গির গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর সাত জওয়ান নিহত হয়,সেনার পাল্টা গুলিতে মারা যায় জঙ্গিরাও। অভিযোগ আছে,এ হামলায় ইন্ধন জুগিয়েছে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন