আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন,নারীর অধিকার নিয়ে ট্রাম্পের ভাবমূর্তি আদৌ উজ্জ্বল নয়। গত মঙ্গলবার মন্ট্রিয়ল চেম্বার অব কমার্সের আমন্ত্রণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কানাডার সম্পর্ক এখনো উন্নত হয়নি। ট্রাম্পের কানাডা নীতি কী হবে তা কারো জানা নেই। এই অবস্থায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একান্ত আলাপচারিতা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পরবর্তী প্রজন্মের লিডারশীপ নিয়ে কথা বলেন তারা। কীভাবে এ বিষয়টিকে এগিয়ে নেয়া যায় সেটা নিয়েও কথা হয় তাদের মধ্যে। জলবায়ু পরিবর্তন,নারী অধিকার ও ভুয়ো খবরের রমরমা সবই ধরা দিল ওবামার বক্তৃতায়। এমনকি এসময় হালকাভাবে ফরাসি ভাষায় কথা বলারও চেষ্টা করেন ওবামা। প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে আসায় দুঃখ প্রকাশ করেন তিনি।