News71.com
 International
 09 Jun 17, 12:16 PM
 259           
 0
 09 Jun 17, 12:16 PM

কাশ্মীরে নাশকতা ছড়াচ্ছে পাকিস্তান, রাষ্ট্রসংঘে অভিযোগ জানাল ভারত

কাশ্মীরে নাশকতা ছড়াচ্ছে পাকিস্তান, রাষ্ট্রসংঘে অভিযোগ জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে ভারতে সতর্কতা, ইসলামাবাদের এই কার্যকলাপ আখেরে দক্ষিণ এশিয়া অঞ্চলের স্থিতাবস্থায় কুপ্রভাব ফেলতে পারে। পাকিস্তানের মন্তব্যের জবাব দিতে গিয়ে ভারত জানায়, বহু বছর ধরে আন্তর্জাতিক সাহার্য্যের মাধ্যমে প্রাপ্ত কয়েক শ’কোটি টাকা পাক প্রশাসন জঙ্গিগোষ্ঠীগুলির প্রশিক্ষণ, আর্থিক জোগান ও সহযোগিতার জন্য মুক্তহস্তে খরচ করেছে। যাতে প্রতিবেশী রাষ্ট্রে নাশকতা ও ছায়া-যুদ্ধ চালানো যায়।

রাষ্ট্রসংঘে নয়াদিল্লি জানায়, পাকিস্তানের উচিত তারা যে বিশ্বের সামনে ভারতের বিরুদ্ধে নাশকতাকে মদত ও সমর্থন না করার প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করা। এর আগে জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত এমন অভিযোগ তুলে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। এদিন তার জবাব দিতে গিয়ে ভারত পাল্টা দাবি করে, ২০১৬ সালে সীমান্তে প্রায় ৪৫০ সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান। আরও বলা হয়, ২০১৫-র তুলনায় জম্মু ও কাশ্মীরে চলতি বছর ৫০ শতাংশ বেশি জঙ্গি মারা গিয়েছে।

জেনিভায় ভারতীয় মিশনের কাউন্সিলর অলোক ঝা বলেন, আন্তর্জাতিক মহলে ঘোষিত জঙ্গিরা পাকিস্তানে সরকারি মদতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অর্থ তুলছে। তিনি যোগ করেন, ভারতই একমাত্র পাকিস্তানের নাশকতার শিকার নয়। পাকিস্তানের এই সন্ত্রাসবাদকে উৎসাহ দেওয়ার প্রভাব গোটা দক্ষিণ এশিয়া প্রভাবিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন