আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানালেন,২৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে ইরান৷ প্রসঙ্গত,বাহরিনের নৌকাসহ তাদের হেফাজতে নিয়েছিল ইরান। গতকাল বৃহস্পতিবার সুষমা স্বরাজ ট্যুইট করে জানান,গত মার্চে ৫টি বাহরিনের নৌকাসহ তামিলনাড়ুর যে মৎস্যজীবীদের আটক করে রেখেছিল,সেই ২৫ জনকে ইরান মুক্তি দিয়েছে৷ বাহরিনের হাতে তাদের প্রত্যর্পণ করে দেওয়া হয়েছে। তিনি সেই সঙ্গে তেহরানে ভারতীয় দূতাবাসের এই প্রয়াসের জন্য তাদের ধন্যবাদও জানান।