News71.com
 International
 09 Jun 17, 10:28 AM
 226           
 0
 09 Jun 17, 10:28 AM

বৃটিশ পার্লামেন্ট নির্বাচন ।। বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক পূন:নির্বাচিত ।।

বৃটিশ পার্লামেন্ট নির্বাচন ।। বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক পূন:নির্বাচিত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে ফের নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে লেবার প্রার্থী টিউলিপ সিদ্দীক ১৫ হাজার ৯৬ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হলেন।

এদিকে,লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। এছাড়া জয়ের পথে আছেন বেথনাল অ্যান্ড গ্রীন বো আসনের প্রার্থী রুশানারা আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন