News71.com
 International
 08 Jun 17, 09:24 PM
 247           
 0
 08 Jun 17, 09:24 PM

নতুন সভা গঠন করতে অযোগ্য মন্ত্রীদের ছাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।।  

নতুন সভা গঠন করতে অযোগ্য মন্ত্রীদের ছাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন তিন বছর হয়েছে। আর এই তিন বছরে গোটা ভারত জুড়ে মোদি ফেস্টিভ্যাল করছেন বিজেপি নেতৃত্বরা। জানা গেছে,তিন বছরে কোন মন্ত্রালয় কি কাজ করেছে,মন্ত্রীদের কাজই বা কি ছিল তা যাচাই করতে শুরু করছে মোদী সরকার। আর তা দেখেই মন্ত্রিসভায় রদবদল করা হবে বলে ঠিক হয়েছে। সম্প্রতি ভারতের পরিবেশ মন্ত্রী অনিল দাভের আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। তার আগে গোয়া নির্বাচনের সময় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে মন্ত্রালয় থেকে সরিয়ে পাঠানো হয়েছিল ফের গোয়ায়। মনোহর পারিক্কর এখন গোয়ার মুখ্যমন্ত্রী হয়েছেন আবার।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি পদের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এখানেই শেষ নয়। কৃষি বিপণন মন্ত্রী রামবিলাস পাসোয়ানের বাইপাস সার্জারি হয়েছে। বর্তমানে লন্ডনে তিনি চিসিৎসাধীন। তার মন্ত্রালয় প্রায় দেড় মাস ধরেই কৃষিমন্ত্রী রাধামোহন সিং দেখছেন।

এই রুটিন বদলের পাশাপাশি দেখা হবে সফল ও ব্যর্থ মন্ত্রী কারা। ব্যর্থ মন্ত্রীদের হয় মন্ত্রালয় বদলে দেওয়া হবে অথবা তাদের মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে অন্য নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই বিজেপির মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন মুখ দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন