
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে ভয়াবহ জঙ্গি হামলায় প্রত্যেক শহীদের রক্তের বদলা নেওয়া হবে। জঙ্গিদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদেরও ছাড় দেওয়া হবে না। জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এমনই হুঁশিয়ারি দিলেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি।
এসময় তিনি আরো বলেন,জঙ্গিদের এটা জেনে রাখা উচিত ইরান সন্ত্রাসবাদ বিরোধী লড়াই থেকে এক মুহূর্তের জন্যও বিরত থাকবে না। নিরাপত্তা বাহিনীর আজকের অভিযানকে গৌরবময় বলে অভিহিত করেন সালামি। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের কারণে সংসদ অধিবেশনে কোনো বিঘ্ন ঘটেনি। সংসদের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। উল্লেখ্য,ইরানের এই সিরিজ হামলায় এক নিরাপত্তাকর্মীসহ ১২ জন নিহত হন। এছাড়া এই সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত। এ ব্যাপারে সুত্র জানায়,পার্লামেন্ট ভবনে ৩ বন্দুকধারী প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। এসময় এক নিরাপত্তারক্ষীসহ ৬ সংসদ সদস্য গুলিবিদ্ধ হন।
অন্যদিকে,পার্লামেন্ট ভবনে যখন গুলিবর্ষণ চলছিল,ঠিক তখনই আক্রান্ত হয় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্ খোমেনীর মাজার। পুলিশ জানায়,মাজারে এক নারী প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। ইরানের এই সিরিজ হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস। সংগঠনটি তাদের সংবাদমাধ্যম আমাক’এ ইরানের হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।