News71.com
 International
 08 Jun 17, 07:14 PM
 196           
 0
 08 Jun 17, 07:14 PM

লন্ডন ব্রিজে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরো ৩ জন গ্রেফতার।।  

লন্ডন ব্রিজে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরো ৩ জন গ্রেফতার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডন ব্রিজে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরো তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পূর্ব লন্ডন থেকে গ্রেফতার তিন জনের মধ্যে দুই জনকে হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আর অন্যজনকে মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার রাতে সেন্ট্রাল লন্ডনের লন্ডন ব্রিজে হামলা চালিয়ে ৭ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। হামলায় ৪৮ জন আহত হন। হামলাকারীরা লন্ডন ব্রিজ এবং পাশের বারা মার্কেটে একটি ভাড়া করা ভ্যান চাপা দিয়ে এবং ছুরি দিয়ে সাধারণ পথচারীদের আঘাত করে। হামলা শুরুর প্রায় আট মিনিটের ভেতরে সশস্ত্র পুলিশ আসে। পরবর্তীতে পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়। উল্লেখ্য,গত শনিবারের ওই হামলার পর এ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। এর মধ্যে পাঁচ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন