News71.com
 International
 08 Jun 17, 06:32 PM
 179           
 0
 08 Jun 17, 06:32 PM

সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের শহর দখল, ৬১ সেনাকে হত্যা।।  

সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের শহর দখল, ৬১ সেনাকে হত্যা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার একটি শহরের দখল নিয়েছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব। আজ বৃহস্পতিবার পান্তল্যান্ড নামের ওই শহরটি দখল করতে গিয়ে তারা অন্তত ৬১ জন সরকারি সেনাকে হত্যা করেছে। এ ব্যাপারে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত এই জঙ্গিগোষ্ঠী জানায়,তারা সেই শহরের মিলিটারি বেইস দখল করতে গিয়ে ৬১ জন সেনাকে হত্যা করেছে। এছাড়া আল শাবারের সামরিক শাখার মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব একটি বিবৃতিতে জানান,হতাহতের সংখ্যাটা আরো বাড়তে পারে। কারণ অপারেশন অব্যাহত রয়েছে। এসময় তিনি আরো জানান,সেই মিলিটারি বেইস থেকে তারা অস্ত্র ও যানবাহনের দখল নিয়েছে।

এছাড়া বিদ্রোহের কারণ হিসেবে আল শাবাব জানায়,সোমালিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের বিতাড়ন,পাশ্চাত্য সমর্থিত সোমালিয়া সরকারের উৎখাত এবং হর্ন অব আফ্রিকাতে অবস্থিত দেশটিতে ইসলামের কঠোর ভার্সনটি প্রতিস্থাপন করা। অন্যদিকে এ ব্যাপারে আঞ্চলিক গভর্নর ইউসুফ মোহামেদ বলেন,আফ উড়ুর শহরে আল শাবাব হামলা চালিয়েছে। সেখানে অল্প সৈন্য ছিল। এজন্য শহরটি শাবাব দখল করে ফেলতে পেরেছে। টেলিযোগাযোগ বন্ধ থাকায় কতজন হতাহত হয়েছে সেটা স্পষ্ট বলা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন