News71.com
 International
 08 Jun 17, 03:44 PM
 217           
 0
 08 Jun 17, 03:44 PM

৩টি শর্তে রাজি থাকলেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে ভারত ।। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

৩টি শর্তে রাজি থাকলেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে ভারত ।। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের জন্য অতিরিক্ত সময় নষ্ট করতে রাজি নয় ভারত-এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,ইসলামাবাদ নিয়ে নতুন নীতি তৈরি করে ফেলেছে ভারত। কোন অতিরিক্ত ‘তেল’ খরচ করতে রাজি নয় নয়াদিল্লি। এদিন এনডিএ সরকারের তিন বছরের কাজকর্ম নিয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সুষমা স্বরাজ বলেন,পাকিস্তানের জন্য ভারতের পররাষ্ট্র নীতি তিনটি পিলারের উপর দাঁড়িয়ে আছে। আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তার সমাধান চাই। আর সেই আলোচনা হবে দু’পক্ষের মধ্যেই। আর সন্ত্রাস আর আলোচনা কখনও একসঙ্গে হতে পারে না। তিনি আরও বলেন,যে এই তিন শর্ত মানলে পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য সবসময় তৈরি ভারত।

সুষমা স্বরাজ আরও উল্লেখ করেন যে,প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের সময় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নিমন্ত্রণ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল। এমনকি লাহোরে উড়ে গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। বদলে কি পেয়েছে ভারত?নরেন্দ্র মোদি লাহোরে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই পাঠানকোট হামলার সাক্ষী থাকতে হল ভারতকে। এমনকি সেই পাঠানকোট মামলার তদন্তও এগোয়েনি বলে অভিযোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন