News71.com
 International
 08 Jun 17, 03:41 PM
 189           
 0
 08 Jun 17, 03:41 PM

যৌন হয়রানির দায়ে উবারের ২০ কর্মীকে ছাঁটাই।।

যৌন হয়রানির দায়ে উবারের ২০ কর্মীকে ছাঁটাই।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ২০ কর্মীকে বরখাস্ত করেছে অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা প্রতিষ্ঠান উবার। বরখাস্ত হওয়া এসব কর্মীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও কোম্পানির নিময় ভঙ্গের অভিযোগ ছিল। দন্ত প্রক্রিয়ায় অভিযুক্তরা দোষী প্রমাণিত হওয়ায় সম্প্রতি উবারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক স্টাফ মিটিংয়ে তাদেরকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানায় প্রতিষ্ঠানটি।

যৌন হয়রানি ছাড়াও বৈষম্য,মানসিক হয়রানি,অপেশাদার আচরণ,উৎপীড়ন, প্রতিশোধ গ্রহণ করা ও অন্যায্য ছাঁটাইসহ মোট ২১৫টি অভিযোগের বিরুদ্ধে তদন্ত করে উবার। অভিযোগের মাত্রার ভিত্তিতে ২০ কর্মীকে ছাঁটাই করা হয়। নিজেদের সংশোধনে অপর ৩১ কর্মীকে পাঠানো হয়েছে বিশেষ প্রশিক্ষণে। শেষবারের মতো সতর্ক করা হয় ৭ কর্মীকে। উল্লেখ্য,উবারে চাকরি করার সময় যৌন হয়রানির শিকার হন এক নারী প্রকৌশলী। তিনি সেই অপ্রীতিকর অভিজ্ঞতার কথা একটি ব্লগ পোস্টে লেখেন।

সুসান ফ্লাওয়ার নামে সেই প্রকৌশলী লিখেন,অনেকবার অভিযোগ করার পরও কোম্পানি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এরপরই যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শুরু করে উবার। কর্মীদের অভিযোগের সমাধান দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির র্শীষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন। এরপরই উবারের সহ-প্রতিষ্ঠাতা ত্রাভিস ক্যালানিক তদন্ত শুরু করার নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন