News71.com
 International
 08 Jun 17, 03:40 PM
 195           
 0
 08 Jun 17, 03:40 PM

৪৬ বছর আগের মামলায় গ্রেপ্তার জাপানের বিপ্লবী কমিনিস্ট লিগের সাবেক শীর্ষনেতা মাসাকি।।

৪৬ বছর আগের মামলায় গ্রেপ্তার জাপানের বিপ্লবী কমিনিস্ট লিগের সাবেক শীর্ষনেতা মাসাকি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ হত্যার অভিযোগে ১৯৭১ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। ওই সময় তার বয়স ছিল ২১ বছর। এরপর আত্মগোপনে চলে যান সেই অভিযুক্ত ব্যক্তি। পার হয়ে যায় দীর্ঘ ৪৬ বছর। মাসাকি ওসাকা নামে সে ব্যক্তি জাপানের বিপ্লবী কমিনিস্ট লিগের সাবেক শীর্ষনেতা। তবে এক পুলিশকে হত্যার অভিযোগে ঠিকই ৪৬ বছর পর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাসাকি ওসাকার বর্তমান বয়স ৬৭ বছর। গতকাল বুধবার পুলিশ তাকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে।

ঘটনার বর্ণনায় পুলিশ জানায়,১৯৭১ সালের ১৪ নভেম্বর রাজধানী টোকিওতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন এবং ওকিনেয়ায় মার্কিন সেনাঘাঁটি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ হয়। বিপ্লবী কমিনিস্ট লিগের ছাত্র সংগঠনের কর্মীরাও ওই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভের একপর্যায়ে ছাত্রদের ছোড়া পেট্রলবোমার সুনেও নাকামুরা (২১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়।

এ ঘটনায় ১৯৭২ সালে পুলিশ মামলা করে। মামলার অভিযোগপত্রে মাসাকিকে আসামী করা হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পুলিশ জানায়,গত বছর ১৮ নভেম্বর মাসাকিকে হিরোশিমার এক বাড়ি থেকে আটক করা হয়। পরে তার ডিএনএ ও ফিঙ্গারপ্রিন্টের সাথে নিহত পুলিশ সদস্যের কাছ থেকে সংগৃহীত আলামতে মিল পাওয়া গেলে পুলিশ সম্পূরক অভিযোগপত্র দায়ের করে এবং সেখানে মাসাকিকে ৪৬ বছর আগের ওই হত্যাকাণ্ডে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন