আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান। সুত্র জানাচ্ছে,এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ পাঁচজন কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে,মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের প্রায় ৪৩৭ কিলোমিটার দক্ষিণপূর্বে বালাঘাট জেলার খাইরি গ্রামে ওই আতশবাজির কারখানায় গতকাল বুধবার রাতের এ অগ্নিকাণ্ডের পর একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। বালাঘাট জেলা কালেক্টর ভরত যাদব বলেন,এ ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে পাঁচজন হাসপাতালে মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়াল। কর্মকর্তারা জানান,কারখানার ধ্বংসস্তূপের ভেতর থেকে সব লাশ উদ্ধার করা হয়েছে। তারা আরো জানান,অগ্নিকাণ্ডের সময় বৈধভাবে পরিচালিত কারখানাটির ভেতর ৪০ জনেরও বেশি কর্মী ছিল। এদের বেশির ভাগই নারী কর্মী।