News71.com
 International
 08 Jun 17, 11:42 AM
 244           
 0
 08 Jun 17, 11:42 AM

নিষেধাজ্ঞা স্বত্ত্বেও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।।  

নিষেধাজ্ঞা স্বত্ত্বেও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হুমকি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কোনও তোয়াক্কা না করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এবার বেশ কয়েকটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে কিমের দেশের পূর্বাঞ্চলীয় উপকূলে ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওনসান থেকে ছোড়া স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ২শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়েছে বলে নিশ্চিত করেছে তারা। এদিকে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা জারি করা স্বত্ত্বেও থামছে না কিমের যুদ্ধংদেহী মনোভাব। এ বছরই একের পর এক বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছেন কিম। যদিও তার সবগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষাই সফল হয়নি।

অন্যদিকে দেশটির ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া,জাপান এবং যুক্তরাষ্ট্র। তারা একে কোরীয় উপদ্বীপের জন্য হুমকি হিসেবেই মনে করছে। এর আগেও বেশ কয়েকবার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত মে মাসে উত্তর কোরিয়া দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এটি ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন