News71.com
 International
 08 Jun 17, 11:41 AM
 222           
 0
 08 Jun 17, 11:41 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উকিল নোটিশ।।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উকিল নোটিশ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নিজের বেশকিছু ফলোয়ারদের ব্লক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই সমালোচনার মুখে পড়েছেন এ নেতা। এমনকি এ অভিযোগ তুলে আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠিয়েছেন ব্লক হওয়া ফলোয়াররা। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়,মাইক্রো ব্লগিং সাইট টুইটারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে অযৌক্তিক বা আপত্তিকর টুইট করায় বেশ কয়েকজনকে অ্যাকাউন্ট থেকে ব্লক করেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার জেরে টুইটারের দুই ব্যবহারকারী (একজন অ্যাক্টিভিস্ট এবং অপরজন সাইকেলিস্ট) হোয়াইট হাউজে উকিল নোটিশ পাঠিয়েছেন।

নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনিস্টিটিউটের এক আইনজীবী সেই নোটিশে লিখেন,দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তার মক্কেলদেরকে ব্লক করা সংবিধান পরিপন্থী। নোটিশে ওই দুই ব্যবহারকারীকে শিগগির আন ব্লক করার দাবি জানানো হয়। তবে এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন