News71.com
 International
 08 Jun 17, 11:35 AM
 227           
 0
 08 Jun 17, 11:35 AM

মিয়ানমারের ১১৬ আরোহীবাহী বিধ্বস্ত সামরিক বিমানের ১৫ যাত্রী উদ্ধার।।  

মিয়ানমারের ১১৬ আরোহীবাহী বিধ্বস্ত সামরিক বিমানের ১৫ যাত্রী উদ্ধার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সামরিক বিমানটির ধ্বংসাবশেষ আন্দামান সাগরে মিলেছে বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। তবে ১১৬ আরোহীবাহী বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার পর এ পর্যন্ত মাত্র ১৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে। বকীদের ভাগ্যে কি ঘটেছে তা নিদৃষ্ট করে এখনও বলা যাচ্ছে না ।

গতকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিয়েক ও ইয়াঙ্গুনের মাঝামাঝি কোনো এক জায়গায় নিখোঁজ হয় বিমানটি। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বিমানবাহিনীর একটি সূত্র জানিয়েছে,উদ্ধারকারী জাহাজ আন্দামান সাগরে সামরিক বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। নৌ-বাহিনীর সদস্যরা আরো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এদিকে,স্থানীয় মিয়েক শহরের পর্যটন কর্মকর্তা নায়িং লিন জ বলেন,দায়েই শহর থেকে ২১৮ কিলোমিটার দূরে আন্দামান সাগরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নৌবাহিনীর সদস্যরা সাগরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন