News71.com
 International
 08 Jun 17, 11:34 AM
 203           
 0
 08 Jun 17, 11:34 AM

আইএসের নিন্ত্রয়ণ থেকে আরো দু'টি গ্রাম পুনরুদ্ধার করল সিরিয়ার সেনাবাহিনী।।  

আইএসের নিন্ত্রয়ণ থেকে আরো দু'টি গ্রাম পুনরুদ্ধার করল সিরিয়ার সেনাবাহিনী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার সেনাবাহিনী আইএস নিয়ন্ত্রিত রাকা প্রদেশে প্রবেশ করে দু’টি গ্রাম জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে জানা গেছে । এই খবর জানিয়েছে সিরিয়ার সরকার বিরোধী কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তাঁরা বলেছে,আইএসের কথিত রাজধানী রাকা শহরে যাওয়ার পথে ‘খারবাহ মোহসেন’ ও বেইর আস-সাবা নামক গ্রাম দু’টি পুনরুদ্ধার করেছে সেনাবাহিনী। গ্রাম দু’টি রাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং রাকা-আলেপ্পো মহাসড়ক থেকে সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আরেক খবরে জানা গেছে, সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোর দক্ষিণে কয়েকটি গ্রাম সন্ত্রাসীদের হাত থেকে পুনরুদ্ধার করেছে।

সাম্প্রতিক সময়ে জঙ্গিদের হাত থেকে সিরিয়ার একের পর এক শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। এ কাজে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহসহ আরো কিছু স্বেচ্ছাসেবী বাহিনী। সেইসঙ্গে তাদেরকে আকাশ থেকে বিমান সহায়তা দিচ্ছে রাশিয়ার বিমান বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন