News71.com
 International
 08 Jun 17, 11:33 AM
 210           
 0
 08 Jun 17, 11:33 AM

হামলাকারীরা আইএস জঙ্গী হলেও ইরানি নাগরিক  

হামলাকারীরা আইএস জঙ্গী হলেও ইরানি নাগরিক   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান বলছে দেশটির তেহরানে হামলায় ১২ জনকে হত্যার ঘটনায় জড়িত হামলাকারীরা ছিলেন ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেওয়া ইরানি নাগরিক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন ইরান থেকেই বন্দুকধারীদের রিক্রুট করেছে কথিত আইএস। হামলাকারীরা ছিল আত্মঘাতী বোমারু,তবে তারা সবাই নিহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন আরো একটি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। ইরানের প্রভাবশালী রিভলিউশনারি গার্ড ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলার জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সৌদি আরব অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর আগে কথিত ইসলামিক স্টেট বা আইএস ওই হামলার দায় স্বীকার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন