আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ বুধবার মধ্যপ্রদেশের লাঘাট জেলায় বাজি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের জেরে বিস্ফোরণ ঘটে। ঘটনায় নিহত অন্তত ২২ জন শ্রমিক। আরও কয়েকজন আশঙ্কাজনক। আরও মৃত্যুর আশঙ্কা থাকছে। বালাঘাটের ভাতান গ্রাম জুড়ে তীব্র আতঙ্ক। বালাঘাটেই ছিল সেই বাজি কারখানা। ঘটনাস্থল থেকে পোড়া দেহ উদ্ধার করা হচ্ছে৷ প্রচুর পুলিশ মোতায়েন।