News71.com
 International
 07 Jun 17, 11:00 PM
 167           
 0
 07 Jun 17, 11:00 PM

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা।।  

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল দেশটির জাতীয় নির্বাচন কমিশন। আজ বুধবার বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। কমিশনের ঘোষণা অনুযায়ী,রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে,নির্বাচন হবে গোপন ব্যালটে। নির্বাচনের জন্য সাংসদ ও বিধায়কদের আলাদা পরিচয়পত্র দেবে কমিশন।

কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুন রাষ্ট্রপতি নির্বাচনের নির্দেশিকা জারি হবে। ২৮ জুন মনোনয়ন পত্র পেশের শেষ দিন। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ৩০ জুন। ১ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর ১৭ জুলাই হবে ভোটগ্রহণ,সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পযন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। ২০ জুলাই ভোটগণনা,সকাল ১১টা থেকেই শুরু হবে গণনা। ওই দিনই জানা যাবে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন। ওই একই দিনে ভোট নেওয়া হবে দেশটির উপ-রাষ্ট্রপতি পদেও। রাষ্ট্রপতি নির্বাচনে নির্দিষ্ট কোনও প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নিজেদের দলের সাংসদ বা বিধায়কদের কোন হুইপ জারি করতে পারবে না রাজনৈতিক দলগুলি। নির্বাচনে রুপির লেনদেন হলেও নির্বাচন বাতিলের এখতিয়ার থাকবে আদালতের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন