News71.com
 International
 07 Jun 17, 07:29 PM
 208           
 0
 07 Jun 17, 07:29 PM

ফিলিপাইনে গড়ে উঠেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন আইএসের শক্তিশালী ঘাঁটি।।

ফিলিপাইনে গড়ে উঠেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন আইএসের শক্তিশালী ঘাঁটি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের মোসুল কিংবা সিরিয়ার রাক্কা শহর নয়,তবে সেরকমই পরিস্থিতি ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের মারাউই শহরের। দক্ষিণ পূর্ব এশিয়ার এই শহরটি ঘিরে শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। মারাউই শহরটি জুড়েই টানেল। উপর থেকে বোমা ফেললেও সেই টানেলের কোনো ক্ষতি হবে না। অ্যান্টি ট্যাংক অস্ত্র দিয়ে ঘিরে রাখা হয়েছে শহর। ধর্মীয় স্থানে লুকিয়ে রাখা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। শুধু তাই নয়,তৈরি করা হয়েছে মানব ঢাল। এরকমই অবস্থা ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের মারাউই শহরের। অন্যদিকে,দক্ষিণ পূর্ব এশিয়ার এই শহরটি ঘিরে সেনা অভিযান চালাচ্ছে ফিলিপাইন সরকার। তবে সেই অভিযান যথেষ্ট কঠিন। এমনটাই জানিয়েছেন দেশটির এক সেনা কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন