News71.com
 International
 07 Jun 17, 06:43 PM
 197           
 0
 07 Jun 17, 06:43 PM

ক্রুসহ ১১৬ যাত্রী নিয়ে মিয়ানমারের সামরিক বিমান নিখোঁজ।।  

ক্রুসহ ১১৬ যাত্রী নিয়ে মিয়ানমারের সামরিক বিমান নিখোঁজ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রুসহ ১১৬ জন যাত্রী নিয়ে মিয়ানমারের একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলীয় শহর মিয়েক ও ইয়াঙ্গুনের মাঝামাঝি কোথাও বিমানটি নিখোঁজ হতে পারে। দেশটির সেনাপ্রধানের দপ্তর ও বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে সুত্র জানিয়েছে।

এ ব্যাপারে মিয়ানমারের সেনাপ্রধানের দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,দাওয়েই শহরের বিশ মাইল পশ্চিম দিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা যায়,বিমানটি ১০৫ জন যাত্রী ও ১১ জন ক্রু বহন করছিল। বিমানটির খোঁজ ও উদ্ধারাভিযান চলছে বলে সেনাপ্রধানের দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন