News71.com
 International
 07 Jun 17, 04:30 PM
 193           
 0
 07 Jun 17, 04:30 PM

ভারতে প্রচণ্ড দাবদাহে ১৮ জনের মৃত্যু।।  

ভারতে প্রচণ্ড দাবদাহে ১৮ জনের মৃত্যু।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বেশকছিু অঞ্চলে প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ট হয়ে ওঠেছে। উত্তর প্রদেশের কোনো কোনো এলাকায় এ তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে। এরই মধ্যে প্রচণ্ড দাবদাহে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়,দেশটির ওডিশা রাজ্যে ১৬ জন ও গুজরাটে ২ জন মারা গেছেন। রাজ্য দুটির গড় তাপমাত্রা পৌঁছেছে ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সরকারি কর্মকর্তারা বলছেন,মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েক হাজার মানুষ।

সুত্র জানায়, তীব্র দাবদাহে উত্তর প্রদেশে ৬ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ বিষয়টি এখনো নিশ্চিত করেনি। সবচেয়ে ভয়াবহ অবস্থা বুন্দেলখন্ডে। এখানকার অনেক এলাকায় গড় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তাপমাত্রা বেড়েছে ভারতের গুয়াহাটি ও রাজস্থানেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন