আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের সঙ্গে সৌদিসহ ৭ রাষ্ট্রের কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার প্রেক্ষাপটে অবরোধের মুখে পড়া কাতারের প্রতি সমর্থন জানিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ তুরস্ক। কাতারের পক্ষ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন,উপসাগরীয় দেশটির সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার বিষয়টি সত্য হলে আমি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করব। গত মঙ্গলবার কাতারকে সমর্থন জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নেরও ঘোষণা দেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেনআমরা মনে করি কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ ভালো কিছু নয়।
তিনি বলেন,তুরস্ক কাতারের সঙ্গে তার সম্পর্ক অব্যাহত রাখবে এবং সম্পর্ক আরো জোরদার করবে,যেমনটা আমরা আমাদের বন্ধুদের সঙ্গে করেছি যারা আমাদের কঠিন (ব্যর্থ সেনা অভ্যুত্থানের) সময়ে সমর্থন দিয়েছিল। কাতারের সঙ্গে তুরস্কের উষ্ণ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে সৌদির আরবসহ আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও দেশটির ভালো সম্পর্ক রয়েছে।
সৌদি আরবের সমালোচনা থেকে সতর্কভাবে বিরত থেকে উপসাগরীয় দেশগুলাকে ‘নিজেদের মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান’করার আহ্বান জানান এরদোয়ান। উদ্ভূত পরিস্থিতিতে শান্ত থেকে গঠনমূলক মনোভাব দেখানোয় কাতারের প্রশংসা করে তিনি বলেন,কাতারকে বিচ্ছিন্ন করার চেষ্টা... সমস্যার কোনো সমাধান বয়ে আনবে না।