আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পার্লামেন্ট ভবনে সশস্ত্র সন্ত্রাসীরা প্রবেশ করেছে। এ ঘটনা তারা কয়েকজনকে জিম্মি করেছে বলে জানা গেছে। সুত্র জানায়, কমপক্ষে তিনজন সশস্ত্র সন্ত্রাসী গুলি করতে করতে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। এ ঘটনায় কতজনকে জিম্মি করা হয়েছে,তার বিস্তারিত এখনও জানা যায়নি। প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে খোমেনির মাজারে। সেখানেও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সুত্র আজ বুধবার জানায়,আগ্নেয়াস্ত্রধারীরা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পার্লামেন্ট ভবন ও আয়াতুল্লাহ খোমেনির কবরখানায় হামলা চালায়। খবরে বলা হয়,বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে গুলি করে একজন নিরাপত্তা প্রহরীকে আহত করে। একই সঙ্গে আধুনিক ইরানের প্রতিষ্টাতা আয়াতুল্লাহ খোমেনির মাজারেও হামলার ঘটনা ঘটেছে।