News71.com
 International
 07 Jun 17, 12:32 PM
 190           
 0
 07 Jun 17, 12:32 PM

নাগাল্যান্ডে ভারতীয় সেনাদের সঙ্গে জঙ্গিদের ভয়াবহ গুলিবিনিময়, নিহত ৪।।

নাগাল্যান্ডে ভারতীয় সেনাদের সঙ্গে জঙ্গিদের ভয়াবহ গুলিবিনিময়, নিহত ৪।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নাগাল্যান্ডে সেনা ও জঙ্গিদের মধ্যে ভয়াবহ গুলিবিনিময় হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন ভারতীয় সেনা জওয়ানও নিহত হয়েছেন। আজ বুধবার সকাল থেকেই চলছে এই এনকাউন্টার। নিহত হয়েছেন একজন সেনা কর্টেমকর্রিতা। আহত হয়েছেন আরও তিন জওয়ান। সূত্রের খবর,এই বন্গুদুকযুদ্লিধে মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকেরও। নাগাল্যান্ডের মৌ-তে চলছে এই এনকাউন্টার। গত সোমবারই কাশ্মীরের বান্দিপোরায় চার জঙ্গিকে হত্যা করে সেনারা। ওই জঙ্গিরা সিআরপিএফ ক্যাম্পে হামলা চালানোর ছক কষেছিল বলে জানা গেছে।

কিছুদিন আগেই দেশের উত্তর-পূর্বের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বের রাজ্যগুলির ডিজিপি ও মুখ্যসচিবরা। ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। সেখানে রাজনাথ সিং ওই অঞ্চলে বাংলাদেশি জঙ্গিদের অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এমনকি ভারতের উত্তর-পূর্বে আইএস জঙ্গি যোগ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন