আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামী প্রজাতন্ত্র ইরান হাই স্পিড ক্রাফ্ট নির্মাণকারী দেশের কাতারে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছে। দেশে তৈরি দুই কাঠামো বিশিষ্ট একটি ফেরি তুরস্কের কাছে হস্তান্তরের মাধ্যমে ইরান এই এলিট ক্লাবের সদস্য হওয়ার গৌরব অর্জন করল। তুরস্কের কাছে ফেরিটি এক কোটি ডলার দামে বিক্রি করেছে তেহরান। এর আগে দুই কাঠামো বিশিষ্ট হাই স্পিড ক্রাফ্ট তৈরি করত মাত্র ছয়টি দেশ। ইরান এই তালিকায় নাম লেখানোর ফলে এলিট এই ক্লাবের সদস্য সংখ্যা হল সাত। ইরানি নির্মাণকারী প্রতিষ্ঠান ও তুরস্কের গ্রাহক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে হাই স্পিড ক্রাফ্ট হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে তুর্কি কর্মকর্তারা বলেন,যদিও ইরান মারাত্মক নিষেধাজ্ঞার কবলে ছিল তারপরও দেশটি বিশ্বমানের হাই স্পিড ক্রাফ্ট নির্মাণ করতে সক্ষম হয়েছে। ইরানে নির্মিত এই যানটি অত্যন্ত গতিসম্পন্ন যাত্রীবাহী যান এবং এটি অ্যালুমিনিয়ামের তৈরি।