News71.com
 International
 06 Jun 17, 11:23 PM
 220           
 0
 06 Jun 17, 11:23 PM

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের ওপর হামলা।।  

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের ওপর হামলা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে নটর ডেম ক্যাথেড্রালের কাছে পুলিশের ওপর হামলা হয়েছে। লন্ডনের হামলার রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার প্যারিসে এ হামলার ঘটনা ঘটল। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে,হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। ফরাসি পুলিশ বলেছে,নটর ডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করার পর তাকে গুলি করা হয়েছে।

হামলাকারী বুকে আঘাত পেয়েছে বলে জানিয়েছে। হামলাকারী ক্যাথেড্রালের কাছে প্যারিসের পুলিশ সদর দপ্তরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হয়। এ সময় পুলিশের গুলির আওয়াজে দর্শণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আরো বলা হয়,পুলিশ এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে দূরে সরে থাকতে বলেছে। উল্লেখ্য,প্যারিসে ২০১৫ সালে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন