News71.com
 International
 06 Jun 17, 11:11 PM
 216           
 0
 06 Jun 17, 11:11 PM

মধ্যপ্রদেশে উৎপাদিত কৃষিপন্যের মুল্য বৃদ্ধির দাবীতে কৃষক বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৫।।  

মধ্যপ্রদেশে উৎপাদিত কৃষিপন্যের মুল্য বৃদ্ধির দাবীতে কৃষক বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৫।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রদেশে বিক্ষোভে পুলিশের গুলিতে ৫ কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ অবশ্য গুলি চালানোর কথা অস্বীকার করেছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপিন্দর সিং দাবি করেছেন,পুলিশ বা তাদের সহায়তাকারী সিআরপিএফের পক্ষ থেকে কোনো গুলি চালায়নি। ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পাঁচ–ছ’দিন ধরে কৃষকদের আন্দোলন সত্ত্বেও পুলিশের সংযমের প্রশংসা করেছেন তিনি। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে অসামাজিক কাজকর্মে জড়িতরাও ঢুকে গেছে। তারাই হিংসা ছড়াচ্ছে।

পুলিশের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারবর্গকে ১০ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা এককালীন সহায়তার কথা ঘোষণা করেছেন। তিনি মানুষকে ধৈর্য ধরতে বলেছেন। তবে উজ্জয়িনীর পুলিশ কমিশনার ওএম ওঝা বলেছেন,দুপুর ২টার দিকে কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। তাতে দু’জন কৃষকের মৃত্যু হয়। আহত হন অনেকে। পুলিশের গুলি চালনার প্রতিবাদে আগামীকাল বুধবার মধ্যপ্রদেশ বন্‌ধের ডাক দিয়েছে রাষ্ট্রীয় কৃষক মজদুর সংঘ। কংগ্রেসসহ সভাপতি রাহুল গান্ধীর টুইট,সরকার কৃষকদের সঙ্গে যুদ্ধে নেমেছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন,কংগ্রেস হিংসাত্মক বিক্ষোভের ষড়যন্ত্র করেছে। মন্দসৌরের ঘটনা দুর্ভাগ্যজনক।এই নিয়ে মমতার টুইট,মধ্যপ্রদেশের ঘটনা দুর্ভাগ্যজনক। পরিবারর্গকে সমবেদনা জানাই। আমরা রাজ্যের কৃষকদের পাশে আছি।

বেশ কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশে পেঁয়াজ,ডাল এবং দুধের দাম বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন কৃষকরা। তাঁদের আরও দাবি,মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো কৃষকদের ব্যাংক ঋণ মওকুফ করতে হবে। এই রাজ্যগুলোও বিজেপি শাসিত। গতকাল সোমবার রাত থেকে হঠাৎই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা। গতকাল সোমবার রাতে বেশ কয়েকটি বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আজ মঙ্গলবার বিক্ষোভের তীব্রতা আরও বাড়ে। দোকান লুট করে উত্তেজিত জনতা। বদনাওয়ারে বিক্ষোভরত কৃষকরা ১২ হাজার লিটারের একটি দুধের ট্যাঙ্ক লুট করে রাস্তায় ঢেলে দেয়। বেশ কয়েকটি ট্রাক লুটের ঘটনা ঘটেছে। রাজ্যে শাকসবব্জি এবং দুধের স্বল্পতা নিয়েও সরব তাঁরা। ‌মন্দসৌর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এরপরেই মন্দসৌর জেলায় বিক্ষোভরত কৃষকদের ওপর গুলি চালালে পাঁচজনের মৃত্যু এবং তিনজন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন