News71.com
 International
 06 Jun 17, 11:08 PM
 176           
 0
 06 Jun 17, 11:08 PM

বাংলাদেশে সকল দলের অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন চায় যুক্তরাজ্য।।  

বাংলাদেশে সকল দলের অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন চায় যুক্তরাজ্য।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাথে সাক্ষাৎ করে দেশটির অবস্থান জানিয়ে তিনি বলেন,তারা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক দেখতে চায়। অবশ্য সিইসিও একই উদ্দেশ্যের কথা জানিয়ে বলেন,তারা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেশি-বিদেশিদের কাছে গ্রহণযোগ্য করতে চায়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে ৪ সদেস্যর একটি প্রতিনিধি দল বেলা ১২টায় নির্বাচন ভবনে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়।

বৈঠক শেষে অ্যালিসন ব্লেক সাংবাদিকদের বলেন,বাংলাদেশে একটি অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতকরণ এবং এ লক্ষ্যে যারা কাজ করছেন তাদের পক্ষে সমর্থন জানানোর জন্য আমরা এসেছি। আমরা কারো পক্ষ হয়ে আসেনি। আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এসেছি। আলোচনা ফলপ্রসু হয়েছে। এর আগে গত ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা মার্নিকাট সিইসির সঙ্গে সাক্ষাত করে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,আগামী ১১ জুন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর ও ২০ জুন প্রতিষ্ঠানটির আবাসিক প্রতিনিধির সঙ্গে সিইসির সাক্ষাতের কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন