News71.com
 International
 06 Jun 17, 11:07 PM
 225           
 0
 06 Jun 17, 11:07 PM

আফগানিস্তানে হেরাটের মসজিদে জঙ্গি হামলা, নিহত ১০।।

আফগানিস্তানে হেরাটের মসজিদে জঙ্গি হামলা, নিহত ১০।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফের জঙ্গি হামলা ঘটনা ঘটেছে আফগানিস্তানে। গতকাল সোমবার হেরাট প্রদেশের একটি মসজিদের পার্কিং লটে এ হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন আরও ১৬ জন। সে সময় মসজিদে প্রার্থনা চলছিল। পুলিশের মুখপাত্র আবদুল আহিদ ওয়ালি জাদা বলেছেন,একটি রিকশায় বোমাটিকে রাখা হয়। জামা মসজিদের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। তবে দ্বাদশ শতাব্দীতে তৈরি মসজিদের কোনো ক্ষতি হয়নি। ওয়ালি জাদা জানিয়েছেন,মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে। কোনো জঙ্গি গোষ্ঠীই এখনো ঘটনার দায় স্বীকার করেনি। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছে,এই হামলার সঙ্গে তাদের সংগঠন জড়িত নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে,মসজিদ চত্বর থেকে কালো ধোঁয়া উড়ছে। ৩১ মে একটি কাবুলগামী বাসে বিস্ফোরণ ঘটালে ১৫০ জনের মৃত্যু হয়। এরপরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বৈঠক করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ গনি। আজ মঙ্গলবার সকালেই ভারতের রাষ্ট্রদূতের বাসভবনে রকেট হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলায় কেউ হতাহত হয়নি। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আবার হামলা হল হেরাটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন