News71.com
 International
 06 Jun 17, 11:05 PM
 283           
 0
 06 Jun 17, 11:05 PM

চতুর্থবারের মত নেপালের প্রধানমন্ত্রী হলেন কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবা।।  

চতুর্থবারের মত নেপালের প্রধানমন্ত্রী হলেন কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চতুর্থবার নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবা। আজ মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী পদে এই কংগ্রেস নেতা একাই প্রার্থী ছিলেন। সিপিএন-ইউএমএলসহ অন্য দলগুলোর কোনো প্রার্থী ছিল না। পার্লামেন্টে প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) পার্লামেন্ট অধিবেশন চালানোয় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করায় নির্বিঘ্নেই প্রধানমন্ত্রী নির্বাচন হয় বলে জানায় ভারতের সংবাদ সংস্থা পিটিআই।

সুত্র জানিয়েছে,৫৯৩ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে ৫৫৮ জন ভোট দিয়েছেন। ৩৮৮ জন দেউবার পক্ষে ভোট দেন;এদের মধ্যে নেপাল কংগ্রেস ছাড়াও তাদের জোট সঙ্গী কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)সহ কয়েকটি দলের সদস্যরা রয়েছেন। দেউবার বিপক্ষে ভোট পদে ১৭০টি। এ ফলাফলের মধ্যে দিয়ে ৭০ বছর বয়সী দেউবা দক্ষিণ এশিয়ার দেশটির ৪০তম প্রধানমন্ত্রী হচ্ছেন। এর আগে তিনি ১৯৯৫ থেকে ’৯৭,২০০১ থেকে ’০২,২০০৪ থেকে ’০৫ সালে তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন