News71.com
 International
 06 Jun 17, 10:56 PM
 235           
 0
 06 Jun 17, 10:56 PM

আসন্ন অক্টোবর মাসেই ভারতীয় কংগ্রেস সভাপতির দায়িত্বে রাহুল গান্ধী।।  

আসন্ন অক্টোবর মাসেই ভারতীয় কংগ্রেস সভাপতির দায়িত্বে রাহুল গান্ধী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের অক্টোবর মাসেই কংগ্রেস সভাপতি করা হবে রাহুল গান্ধীকে। এখন রাহুল কংগ্রেসের সহ-সভাপতি। আজ মঙ্গলবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সোনিয়া গান্ধীসহ সব শীর্ষ নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম নবি আজাদ বলেন,প্রকৃতির নিয়মেই কংগ্রেস সভাপতি হবেন রাহুল গান্ধী। দলের অভ্যন্তরীণ নির্বাচনের মধ্য দিয়েই তিনি সভাপতি হবেন। দুই হাজার প্রতিনিধি নির্বাচিত করবেন কংগ্রেস সভাপতিকে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের ঐতিহ্যকে শেষ করে দিতে চাইছে বলে তোপ দাগেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর দাবি,এই সরকার শুধু দেশের আর্থিক মেরুদণ্ডই ভেঙে ফেলছে এমন নয়। দেশের শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করছে। এদিন তিনি ওয়ার্কিং কমিটির বৈঠকে সব সদস্যদের উদ্দেশে বলেন,ভারতের ঐতিহ্যকে শেষ হতে দেওয়া যাবে না। তা আমাদেরই ধরে রাখতে হবে। বিজেপি সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে শুধুই মিথ্যা প্রচার করা হয়েছে। যার ফলে দেশের মানুষের ও বিশ্বের কাছে এই সরকারের সংকীর্ণ মনোভাব ফুটে উঠেছে। তাই কংগ্রেসকে এই দেশের ঐতিহ্যপূর্ণ ভাবমূর্তি ধরে রাখতে আরও সক্রিয় হতে হবে।

রুদ্ধদার এই বৈঠকে আগামী মাসের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ঐক্য অক্ষুণ্ন রাখার বিষয়ে আলোচনা করা হয়। আর এই ঐক্য বজায় রেখে আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোটকে কিভাবে সামনে নিয়ে আসা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে গুলাম নবি আজাদ সাংবাদিকদের জানান,দেশের অর্থনীতি জম্মু–কাশ্মীরের সমস্যা এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের শেষে দলের অভ্যন্তরীণ নির্বাচন সঠিক সময়ে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন