News71.com
 International
 06 Jun 17, 07:47 PM
 196           
 0
 06 Jun 17, 07:47 PM

পাকিস্তান আজও তালিবানের আতুঁড়ঘর, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের  

পাকিস্তান আজও তালিবানের আতুঁড়ঘর, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের   

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান আজও তালিবান ও হক্কানি নেটওয়ার্কের আতুঁড়ঘর। লাভের চেয়ে পাকিস্তানের থেকে ক্ষতি বেশি। এমনটাই জানাল মার্কিন থিঙ্কট্যাঙ্ক। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর একটি রিপোর্টে বলা হয়েছে—আফগানিস্তান যুদ্ধ (জঙ্গিদের বিরুদ্ধে) ও রাজনীতিতে ব্যর্থ। একইসঙ্গে তাদের শাসন ব্যবস্থা ও দারিদ্র্যের দৈন্যদশা প্রকট হয়ে পড়েছে।

ওই রিপোর্টেই বলা হয়েছে পাকিস্তান আজও তালিবান ও হক্কানি নেটওয়ার্কের আতুঁড়ঘর। লাভের চেয়ে পাকিস্তানের থেকে ক্ষতি বেশি। তাদের মতে, জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়া যদি বন্ধ না করে পাকিস্তান, তাহলে ট্রাম্প প্রশাসনের উচিত ইসলামাবাদকে স্পষ্ট করে দেওয়া যে, তাদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সম্প্রতি, আফগান গোয়েন্দারা দাবি করেন, হক্কানি নেটওয়ার্কের এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক-ভর্তি ট্যাঙ্কার কাবুলের কূটনৈতিক অঞ্চলে জার্মান দূতাবাসের সামনে উড়িয়ে দিলে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়।

আফগান নিরাপত্তা আধিকারিকদের আরও দাবি, আজও হক্কানি নেটওয়ার্ককে সমর্থন করে আসছে পাকিস্তান প্রশাসন। সেখানে তারা উপজাতি অধ্যুষিত (ফাটা) অঞ্চল থেকে অপারেট করছে। এর ঠিক পরই মার্কিন থিঙ্কট্যাঙ্কের এই প্রস্তাব উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন