News71.com
 International
 06 Jun 17, 07:36 PM
 208           
 0
 06 Jun 17, 07:36 PM

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে অস্ত্রসহ ৬ জলদস্যু আটক।।  

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে অস্ত্রসহ ৬ জলদস্যু আটক।।   

নিউজ ডেস্কঃ কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে কোস্ট গার্ডের সদস্যরা গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ জলদস্যু দলের ৬ সদস্যকে আটক করেছে। দস্যুদলের নিকট পাওয়া গেছে ২টি দেশিয় তৈরি বন্দুক। সেই সাথে দস্যুদলের ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার বি এন ডিকশন চৌধুরী জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ কুতুবদিয়া দ্বীপের কোস্ট গার্ড সদস্যরা দ্বীপের উত্তর ধুরং আব্বাস আলী পাড় ও হাটখালী বয়ার পশ্চিম পার্শ্বে সাঁড়াসী অভিযান চালিয়ে আটক করে দস্যুদলকে। দীর্ঘদিন ধরে দস্যুদল কুতুবদিয়া দ্বীপ এলাকায় জেলেদের উপর নির্যাতন,অবৈধ চাঁদা আদায়,অপহরণ,লুণ্ঠনসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। টক দস্যুদের অস্ত্র সহ আটক দস্যুদের কুতুবদিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন