News71.com
 International
 06 Jun 17, 07:35 PM
 220           
 0
 06 Jun 17, 07:35 PM

বেইজিংয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স ডেভিড র্যােঙ্কের পদত্যাগ।।  

বেইজিংয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স ডেভিড র্যােঙ্কের পদত্যাগ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি বিরোধী অবস্থানের প্রেক্ষাপটে চীনে দেশটির দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স ডেভিড র্যািঙ্ক পদত্যাগ করেছেন। বেইজিংয়ের এক মার্কিন কর্মকর্তা আজ মঙ্গলবার ডেভিড র্যাোঙ্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে,দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স ডেভিড র্যাবঙ্ককে (২৭) গত বছরের জানুয়ারিতে বেইজিংয়ে নিয়োগ দেওয়া হয়। তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন।

মার্কিন দূতাবাসের মুখপাত্র ম্যারি বেথ পলি বলেন,এটি র্যা ঙ্কের ব্যক্তিগত সিদ্ধান্ত। মার্কিন পররাষ্ট্র দফতরে আমরা তার কয়েক বছরের কাজের প্রশংসা করছি। ম্যারি আরো জানান,মার্কিন দূতাবাস সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে,জনাথন ফ্রিজ চার্জ দ্য’আ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে র্যা ঙ্কের স্থলাভিষিক্ত হিসেবে স্থায়ীভাবে কবে নাগাদ নিয়োগ দেয়া হবে সে ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন